০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

ক্যান্সারের সফল অস্ত্রোপচারের পর রাকেশ যা বললেন

ক্যান্সারের সফল অস্ত্রোপচারের পর রাকেশ যা বললেন - সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃতিক রোশন একটি পোস্ট দিয়ে জানিয়ে ছিলেন, তার বাবা খ্যাতনামা বলিউড পরিচালক রাকেশ রোশন ‘গলায় ক্যান্সারে’আক্রান্ত। এরপর থেকেই আত্মীয়-পরিজনসহ শুভাকাঙ্ক্ষীরা তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তবে এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কারণ মঙ্গলবার তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে ভারতীয় পত্রিকার একজন রিপোটার হাসপাতালে গিয়েছিলেন তাকে দেখতে। রাকেশ নিজেই রিপোটারের সাথে কথা বলেছেন, ‘সবকিছু ঠিক আছে, আমি সুস্থ অনুভব করছি, সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, প্রভুর প্রতি কৃতজ্ঞ। আগামি শুক্র অথবার শনিবার আমি বাসায় ফিরব’।

রাকেশের ঘনিষ্ট একজন আত্মীয় বলেছেন, ‘রোগ নির্ণয় হওয়ার পর রাকেশ ভেঙ্গে না পড়ে, নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করেছেন, অস্ত্রোপচার পর্যন্ত তিনি তা ধরে রেখেছেন। অস্ত্রোপচার যেন সফল হয়, সেজন্য তিনি ভাই (কম্পোজার রাজেশ রোশন), ছেলে হৃতিক রোশন এবং মেয়ে সুনাইনার সাথে কথা বলে নিজেকে প্রফুল্ল করার চেষ্টা করেছেন। আশা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ তিনি বাসায় ফিরতে পারবেন।

অস্ত্রোপচারের আগে রাকেশ একবার বলেছিলেন, ‘আমি সব সময় কর্মের প্রতি আস্থাশীল, প্রতিনিয়ত এই বিশ্বাস নিয়ে লড়াই করেছি। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি সুন্দর চিন্তা করেছি। সব সময় মনে করি জীবনে আমি যাই করি তার প্রতিক্রিয়া আমাকে ভোগ করতে হবে। এই বিশ্বাসের মধ্যে থেকে আমার জীবনে যদি কোন দুঃসময় ঘিরে ধরে, অবশ্যই ওই অবস্থা থেকে প্রভু আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করবেন’।

বলিউড হাঙ্গামা অবলম্বনে


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল