চান্দিনায় বাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু
- চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২০, ২০:২৭
কুমিল্লার চান্দিনায় বাস চাপায় পারুল আক্তার (৩২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল আক্তার (৩২) চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের দোতলা গ্রামের ইব্রাহীম খলিল এর স্ত্রী। তিনি মহাসড়ক সংলগ্ন পশ্চিম বেলাশহর-সানানগর এলাকার ‘ঊষা’ জুট মিলের শ্রমিক।
মিলের সিবিএ সভাপতি সুজন মুন্সি জানান, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি চলছিল তার। সন্ধ্যা সাড়ে ৭টায় চা বিরতিতে নাস্তা খাওয়ার জন্য মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা