১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

মাত্র ৫ টাকায় বাসে চড়ার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা

- সংগৃহীত

চট্টগ্রামের শিক্ষার্থীরা শিগগিরই মাত্র ৫ টাকা ভাড়ায় বাসে করে যেকোন গন্তব্যে যাতায়াত করতে পারবেন। তারা ভাড়ার টাকা বাসে থাকা ‘সততা বাক্সে’ জমা দিতে পারবেন, যা ঐচ্ছিক। আবার ভাড়া না দিয়েও বাসে চলাচল করতে পারবেন। বাস ভাড়ার জন্য কেউ শিক্ষার্থীদের বিরক্ত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১০টি ডাবল ডেকার বাস উপহার দিয়েছেন, যেগুলো ২০ জানুয়ারির পর থেকে চলাচল শুরু করবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মাদ ইলিয়াস হোসেন জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিগগিরই এই বাস সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা বিশেষ করে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা যেকোন গন্তব্যে ন্যূনতম ৫ টাকা ভাড়ার বিনিময়ে এসব বাসে চলাচলের সুযোগ পাবে। এসব বাসের সামনে এবং পেছনে ‘সততা বাক্স’ নামে দুটি বাক্স থাকবে যেখানে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগেই তাদের ভাড়ার টাকা জমা দিতে পারবেন।

এই বাসের ১ নং রুট হচ্ছে- বহদ্দারহাট থেকে শুরু হয়ে নিউ মার্কেট থেকে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গণি বেকারি, জামালখান, চেরাগি পাহাড়, অন্দরকিল্লা এবং কোতোওয়ালি এলাকা। ২ নং রুটটি হচ্ছে- অক্সিজেন মোড় থেকে আগ্রাবাদ হয়ে মুরাদপুর, জিইসি মোড়, ওয়াসা মোড় এবং টাইগারপাস এলাকা।

এসব বাস পরিচালনার ব্যয়ের ঘাটতি পূরণ করতে, জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে প্রতি বছর ১ কোটি ২০ লাখ টাকার বিজ্ঞাপন প্যাকেজের জন্য ২ বছরের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

বিআরটিসি ডিপো সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রত্যেকদিন সকালের শিফটের বাসগুলো সকাল ৬টা ১৫ মিনিট থেকে সোয়া ১২ পর্যন্ত এবং বিকালের শিফটে ৪টা থেকে ৫টার মধ্যে চলাচল করবে।

এই বাস সার্ভিস চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি ও যাতায়াত খরচ কমবে বলে আশা করছেন স্থানীয়রা। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল