২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৩ জলদস্যু আটক

- নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের মেঘনায় অপহরণের শিকার চার জেলেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এসময় মুক্তিপণ দাবি করা তিন জলদস্যুকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন। শুক্রবার সকালে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের ওসি মো: আজিজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে কমলনগরের মতির হাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটকিয়ে চারজন জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে তাদের পরিবারের কাছে বিকাশে ২০-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে চর মেঘা থেকে জলদস্যুদের আটক এবং অপহৃত জেলেদের উদ্ধার করে। এসময় দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি। সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement

সকল