মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৯
বরগুনার আমতলীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা। আমতলী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলা নাচনাপাড়া গ্রামের মোঃ কুদ্দুস জোমাদ্দারের পুত্র মোঃ রিয়াজ (২৫) মাদকাসক্ত হয়ে পরেন। মাদকাসক্ত হওয়ার পরে বিভিন্ন সময় নেশার টাকা না দিলে বাবা মাকে অকথ্য ভাষায় গালাগাল ঘরে থাকা মালামাল ভেঙ্গে ফেলতো। পুত্রের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের সহায়তায় মাদকাসক্ত পুত্র রিয়াজকে পিতা কুদ্দুস জোমাদ্ধার ও মাতা সাহেরা বেগম আমতলী থানা পুলিশে সোপর্দ করেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার মুঠোফোনে বলেন, মাদকাসক্ত রিয়াজকে তার বাবা-মা পুলিশে সোপর্দ করেছে। রিয়াজকে বরিশালের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সেভ দ্যা লাইফে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা