২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বরগুনায় রিফাত হত্যা : সব অভিযুক্তকে আদালতে হাজির

রিফাত শরীফ - ফাইল ছবি

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এজাহারভুক্ত ও সন্দেহভাজন গ্রেফতারকৃত সব অভিযুক্তকে আদালতে হাজির করেছে পুলিশ। সোমবার সকালে মামলার দিন ধার্য থাকায় বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে তাদের হাজির করা হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন জানান, মামলার দিন ধার্য থাকায় রিফাত হত্যাকান্ডে গ্রেফতারকৃত ১৩ অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। আদালতের কার্যক্রম শেষ হলে যারা জেলহাজতে ছিলেন তাদের জেলহাজতে এবং যারা রিমান্ডে ছিলেন তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আগামী ৩১ জুলাই এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছন। এ হত্যাকান্ডের এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরও ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ১৩ জনের মধ্যে ৯ জন রিফাত হত্যাকান্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও ৪ জন অভিযুক্ত রিমান্ডে আছেন।

 


আরো সংবাদ



premium cement