ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ২০
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৮
ইন্দোনেশিয়ায় বিক্ষোভ থেকে সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬৫ জন। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের ওয়ামেনা শহরে এই ঘটনা ঘটে। বিক্ষোভের সময় কয়েকশ বিক্ষোভকারী একটি সরকারি ভবনসহ আরো বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেয়। সহিংস ওই বিক্ষোভকারীদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
বিক্ষোভের সময় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়ার পর ভেতরে আটকা পড়ে ২০ জনের মৃত্যু হয়। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের এমন মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভের সময় তাদের আন্দোলন সহিংস হয়ে ওঠে।
এদিকে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর তা দমনে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। পাপুয়া প্রদেশের সেনাবাহিনীর মুখপাত্র ইকো দারিয়ানতো এএফপিকে বলেন, সোমবারের সহিংসতা থেকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনাস্থলে অনেক বেসামরিক মানুষ আটকা পড়েছেন বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা