সড়কে এক্সেল লোড নিয়ন্ত্রণ যন্ত্র যাতে টেম্পারিং না হয়, লক্ষ রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর
- অর্থনৈতিক প্রতিবেদক
- ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৮, আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২
দেশের মহাসড়কে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান মাত্রারিতিক্ত ভার বহন করছে। এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই লোড নিয়ন্ত্রণে ২১টি পয়েন্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে। এই যন্ত্র যাতে ৬/৯ বা টেম্পারিং না করা যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, ৬ হাজার ৩২৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে জিওবি থেকে ৫ হাজার ৩২৬ কোটি ১১ লাখ টাকা এবং ৯৯৯ কোটি ৩২ লাখ টাকা সংস্থা থেকে অর্থায়ন করা হবে।
পরিকল্পনা মন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়নে এক হাজার ৬৩০ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হবে। এই প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি বলেছেন, যানবাহন প্রবেশের সাথে সাথে সব রেকর্ড হবে। কোনো পরিবর্তন করা যাবে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা