চকবাজার অগ্নিকাণ্ড : ডিএনএ টেস্টে ১১ লাশ শনাক্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ মার্চ ২০১৯, ১৪:০৭
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১১ জনের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি।
আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় স্বজন দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।
রাজধানীর পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের লাশ শনাক্ত করা যায়নি। ১৯ লাশের বিপরীতে লাশের দাবিদার হিসেবে পরিবারসংশ্লিষ্ট ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।
নমুনা সংগ্রহের সময় সিআইডির পক্ষ থেকে বলা হয়, ১৯টি লাশের মধ্যে ১৪টি লাশ শনাক্ত করতে সর্বোচ্চ ১৫ দিনের মতো সময় লাগবে। বাকি ৪টি লাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা