২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের গভর্ণরের সঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক

মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের গভর্ণরের সঙ্গে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী - নয়া দিগন্ত

মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সেদেশের দ্বীপ রাজ্য সারওয়াক প্রদেশর গভর্ণরের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় সারওয়াকের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদের কার্যালয়ে তারা সাক্ষাত করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রফতানি সহ ‘দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে এক সাথে কাজ করার অনুরোধ করেন।
এ দিকে গভর্ণরের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে। বাংলাদেশ সারওয়াক রাজ্য প্রযুক্তিতে অভিজ্ঞ ও দক্ষ কর্মী রপ্তানি করতে আগ্রহী। এই সময় গভর্ণর সম্মতি প্রকাশ করে বলেন, সারওয়াক তার নিজস্ব নিয়ম কানুন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবে।
সারাওয়াক প্রদেশের গভর্ণর তুন পেহিন সেরি হাজী আবদুল তাইব মাহমুদ বলেন, মীয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত মুসলমানদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্তস্থাপন করেছে। এজন্য তিনি বাংলাদেশের মানুষকে সাধুবাদ জানান এবং সবসময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোহিঙ্গা সমস্যার আশু সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন গভর্ণর।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন, উপসচিব আবুল হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, প্রথম সচিব শ্রম মো: হেদায়েতুল ইসলাম মন্ডল।
এ ছাড়া সারওয়াক প্রদেশে বাংলাদেশি কমিউনিটির নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ বৈঠকে প্রতিমন্ত্রী সকলকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ করেন। বাংলাদেশের আই টি, কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা কাজে লাগানোর অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement
ঢাকায় আসছেন জাতিসঙ্ঘ কর্মকর্তা জুলি বিশপ ও ফিলিপ্পো গ্রান্ডি ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র-রাশিয়া জাতিসঙ্ঘ স্থায়ী মিশনে মাতৃভাষা দিবস পালিত এনআইডি জালিয়াতি : ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই ইউনেস্কো সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী অনুষ্ঠিত সরকারি সব দফতরে ওয়ান স্টপ সার্ভিস চায় ঐক্য পার্টি আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান সাউন্ড গ্রেনেড তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে পূর্বাচলে বিএনপির সমাবেশ তরুণ প্রজন্ম পোলট্রিভাতে বাঙালি হয়ে যাচ্ছে : মৎস্য উপদেষ্টা মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬০০ অভিবাসী গ্রেফতার

সকল