২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিরলেন তামিম

ভালো শুরু করেন লিটন-তামিম - ছবি : সংগৃহীত

গত ম্যাচ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছিলেন তানজিদ তামিম। আজও লিটন দাসের সাথে ইনিংস গোড়াপত্তন করতে নেমে দারুণ খেলছিলেন তিনি। তবে বেশি দূর আগাতে পারেননি, আউট হয়েছেন ১৯ বলে মাত্র ১৮ রান করে।

এখন লিটন দাসের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন ১৭ বলে ১৯ রান নিয়ে ব্যাট করছেন।

তামিমের আজকের ইনিংসটিতে একটি করে চার ও ছক্কা ছিল। দলীয় রান যখন ৪১, তখনই তিনি ব্যানেটের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.৪ ওভারে ৪২ রান।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৩৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৩৯ রান। এখনো হাতে আছে ৯টি উইকেট।

 

 


আরো সংবাদ



premium cement