২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এশিয়া কাপেই ৩ বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?

এশিয়া কাপেই ৩ বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? - ছবি : সংগৃহীত।

ইতোমধ্যে আসন্ন এশিয়া কাপ-২০২২-এর সময়সূচি প্রকাশ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই টুর্মামেন্টে ফাইনালের আগে অন্তত দু’বার খুব সহজেই পরস্পর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। এমনকি এটা বেড়ে হতে পারে তিনবারেও।

মঙ্গলবার এসিসি ঘোষিত ওই সূচি অনুযায়ী বিশ্বের বড় দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তানের প্রথম ও একমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮ আগস্ট। তবে এটি সম্ভব যে এ টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হতে পারে। কিন্তু কিভাবে তারা এশিয়া কাপের এই আসরে তিনবার একে অপরের মুখোমুখি হবে-এই প্রশ্ন সবার।

আরো পড়ুনএশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

আসলে ২০২২ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ ২৮ অগস্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে। কারণ, এবারের সূচি কিছুটা ভিন্ন করা হয়েছে। যেখানে ৬টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে সব দলকেই তাদের গ্রুপের বাকি দুই দলের মুখোমুখি হতে হয়। এরপর দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। এভাবে সেখানেও ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্ভব হতে পারে।

আরো পড়ুন - অভাবী সংসারের হাল ধরতে খেয়াঘাটের মাঝি স্কুলছাত্রী

ভারত ও পাকিস্তানের দল যদি গ্রুপ-এ-তে শীর্ষ ২-এ থাকে, তাহলে ৪ সেপ্টেম্বর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। A1 বনাম A2 ম্যাচের সূচি ওইদিন। এই ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ১১ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এর ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে যদি দল দু’টি নিজেরা যার যার ম্যাচে জিতে যায়, তাহলে তাদের মধ্যে আবার দেখা হবে ফাইনালে। এভাবে মাত্র ১৬ দিনের ব্যাবধানে তিনবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা যাতে পারে ভারত ও পাকিস্তানকে।

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেগা টুর্নামেন্ট এশিয়া কাপের। এশিয়া কাপের সূচি জানতে এখানে ক্লিক করুন।


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল