১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

‘বেগম রোকেয়া পদকের’ জন্য আবেদনপত্র আহ্বান

‘বেগম রোকেয়া পদকের’ জন্য আবেদনপত্র আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় - ফাইল ছবি

‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়ন এবং সরকারের নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের র্সবোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে।

উল্লেখিত যে কোনো ক্ষেত্রে অবদান রখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ আহ্বান জানানো হয়।

আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (ww w.mowca.gov.bd) এবং মহিলা বষিয়ক অধিদফতরের ওয়েবসাইট (ww w.dwa.gov.bd)-এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোনো ছকে আবেদন অথবা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাই’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে ([email protected]) [(Nikosh- MS Word File-G)] এবং ডাকযোগে অথবা সরাসরি ২ সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement