১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মিশরকে ১ শ’ ৩০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

- ছবি : বাসস

মার্কিন পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার বলেছে, তারা নিঃশর্তভাবে মিশরকে এক শ’ ৩০ কোটি ডলার মার্কিন সামরিক সহায়তার অর্থ অনুমোদন দিয়েছে। এমন সময়ে এই অর্থ অনুমোদন করা হলো যখন কায়রো এবং ওয়াশিংটন গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মিশরের শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি ভিন্নমত দমন করার জন্য অভিযুক্ত হওয়ায় গত বছর দেশটিতে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে অগ্রগতির শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্র এই বার্ষিক সাহায্যের কিছু অংশ ছাড় দিয়েছিল।

তবে, পররাষ্ট্র দফতর বলেছে, এ বছর মিশর মানবাধিকারের কিছু ক্ষেত্রে ‘উন্নতি’ করেছে। এতে গাজা যুদ্ধে ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের মধ্যে মধ্যস্থতা করতে কায়রোর সহায়তার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘আঞ্চলিক শান্তি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারে মিশরের সুনির্দিষ্ট এবং চলমান অবদানের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে গাজার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ।’

৭ অক্টোবর ইসরাইলের ওপর হামলার পর থেকে হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং গাজায় পরবর্তী ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করার জন্য যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ‘সুদানে যুদ্ধবিরতি বাস্তবায়নে’ মিশরের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সেখানে ১৬ মাসেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে।

মার্কিন আইন অনুসারে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কংগ্রেসে একটি নথিতে বাজেট বরাদ্দ ঘোষণা করেছেন।

ওয়াশিংটন বরাবরই মিশরের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে আসছে এবং তাদের বার্ষিক সামরিক সহায়তার কিছু শর্তযুক্ত করে। গত বছর ওয়াশিংটন মানবাধিকার উদ্বেগের ভিত্তিতে প্রায় ৯৫ মিলিয়ন ডলার সহায়তা স্থগিত করেছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
স্কোপাস প্রকাশনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিআইইউ নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীকে হত্যা করতে গোয়েন্দা নিয়োগ ইরানের বিশ্বসেরা গবেষকের তালিকায় বাকৃবির ১০ গবেষক আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ পিটিয়ে মারার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে ঢাবি প্রশাসন ভারতে জাতীয় পতাকায় কালেমা লেখায় ক্ষুব্ধ হিন্দু পরিষদ জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ, নেই ৬ উইকেট সংগঠন ও এলাকাবাসী চাইলে নির্বাচন করব : নিজামীপুত্র মোমেন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান কারাগারে, গার্মেন্টসকর্মী হত্যা মামলায় গ্রেফতার

সকল