১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ উঠেছে রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে। সম্পাদকসহ অনেকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সরকারিভাবে জানানো হয়েছে, আরটি নেটওয়ার্কের সাথে জড়িত ১০ জন ও দু’টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে আর টিভির প্রধান সম্পাদক, সহকারী প্রধান সম্পাদকও আছেন।

ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেন, ‘আমাদের দেশের সংস্থার ওপর থেকে যাতে মানুষের আস্থা চলে যায়, সে জন্য সরকারি মদতে মিথ্যা প্রচার চলছিল। যুক্তরাষ্ট্রের সরকার এই ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিয়েছে, তারা এই ধরনের প্রচারের পেছনে যারা আছে, তাদের দায়বদ্ধ করবে।’

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘এই নেটওয়ার্কের সাথে যুক্তরা যুক্তরাষ্ট্রের মানুষকে প্রভাবিত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করেছিলেন। তাদের মাধ্যমে তারা ক্রেমলিনপন্থী বার্তা দেয়ার চেষ্টা করছিলেন।’

অ্যাটর্নি জেনারেল গারল্যান্ড জানান, ‘রাশিয়ার আরটি নেটওয়ার্কের দু’জন কর্মী নিউইয়র্কে বিদেশী মুদ্রা আইন এবং বিদেশী অ্যাজেন্ট রেজিস্ট্রেশন আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন।’

তিনি বলেন, ওই দুই অভিযুক্ত টেনেসি-ভিত্তিক একটি কোম্পানিকে অর্থ দিয়েছিল। রাশিয়ার পক্ষে প্রচার চালানোর জন্য এই অর্থ দেয়া হয়। ওই কোম্পানি যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই প্রচার চালাবে বলে ঠিক হয়।

সরকার জানায়, এরপর ওই সংস্থা প্রায় দুই হাজার ভিডিও বানায় অভিবাসন, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো নিয়ে। নভেম্বর থেকে এক কোটি ৬০ লাখ বার সেই ভিডিও দেখেছেন মানুষ।

হোয়াইট হাউসের বক্তব্য
হোয়াইট হাউস জানিয়েছে, আরটি নেটওয়ার্কের এই কাজের কথা জানতেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমাদের বিশ্বাস পুতিনই এই নির্দেশ দিয়েছেন।’

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে যুক্তরাষ্ট্র এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করল এমন নয়। মার্কিন গোয়েন্দা বিভাগের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালেও রাশিয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা করেছিল।

২০১৬ সালের ভোটেও রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে মার্কিন গোয়েন্দারা মনে করেন। সেখানেও তারা ট্রাম্পের পক্ষেই ছিল বলে তারা মনে করছেন। পরে ট্রাম্পের টিমের সাথে রাশিয়ার বেআইনি আঁতাত নিয়ে তদন্তও হয়। কিন্তু সেই তদন্তে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা গাজার চলমান ঘটনাবলী সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় ভুল : বসনিয়া রাজনৈতিক অস্থিরতার পর থেকে ভারতের আসাম-মেঘালয় সীমান্তে আটক ৬৫ বাংলাদেশী ঐক্যের মাধ্যমেই কেবল মুসলিম উম্মাহ'র মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব : ইরানের সর্বোচ্চ নেতা হোসেনপুরে স্কুলশিক্ষকের বসতঘর পুড়ে ছাই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস 'শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে' সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর ওপর ডিম নিক্ষেপ

সকল