১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিউইয়র্কে সেলুনে মিনিভ্যানের ধাক্কায় নিহত ৪

নিউইয়র্কে সেলুনে মিনিভ্যানের ধাক্কায় নিহত ৪ - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি সেলুনে মিনিভ্যানের ধাক্কায় চারজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাফোক কাউন্টির ডিয়ার পার্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ডমিনিক আলবানিজ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই সেলুনের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মিনিভ্যানের চালকসহ অন্তত ৯ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

‘হাওয়াই নেইল অ্যান্ড স্পা’ নামের সেলুনটি ডিয়ার পার্কের একটি বাজার এলাকার মধ্যে অবস্থিত।
সূত্র : সিনহুয়া


আরো সংবাদ



premium cement