০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বাইডেনকে নির্বাচন থেকে সরে যাওয়ার আহ্বান নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেন - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস শুক্রবার একটি সম্পাদকীয়তে প্রেসিডেন্ট জো-বাইডেনকে ভোট থেকে সরে দাঁড়ানোর এবং নভেম্বরে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্য ডেমোক্র্যাটকে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছে।

বাইডেনকে ‘একজন মহান সরকারি কর্মচারীর ছায়া’ হিসাবে বর্ণনা করে সংবাদপত্রের সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে ৮১ বছর বয়সী বাইডেন ‘তার নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন।’

আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার সংকল্প হলো একটি ‘বেপরোয়া জুয়া’ এ কথা উল্লেখ করে সম্পাদকীয় বোর্ড বলেছে, ‘বাইডেন এখন যে সর্বশ্রেষ্ঠ জনসেবা সম্পাদন করতে পারেন তা হলো ঘোষণা করা যে- তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন।’
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement