১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধ : যা বললেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগকারী মার্কিন কর্মকর্তা

- ছবি : আরব নিউজ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পদত্যাগকারী মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরবি-ভাষার মুখপাত্র হালা ররিট বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন শান্তি প্রস্তাবের পরিকল্পনা পেশ করেছে। এতে আশা করা যায় যে কষ্ট কিছুটা লাঘব হবে। তবে সেজন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।

তবে গত ২৪ এপ্রিল পদত্যাগ করা এই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ‘ফ্র্যাঙ্কলি স্পিকিং’-এ উপস্থিত হয়ে রারিট বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট বাইডেনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান শুনে খুশি হয়েছেন। তবে সতর্ক করেছেন যে শান্তি পরিকল্পনাটি ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়েও কথা বলে না। এমনকি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করারও প্রতিশ্রুতি দেয়নি।

তিনি বলেন, প্রথম এবং সর্বাগ্রে দরকার লড়াই বন্ধ করা এবং প্রয়োজনীয় যেকোনো উপায়ে সহিংসতা বন্ধ করা।

তিনি আরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে গাজাবাসীরা তীব্র দুর্ভোগে রয়েছে। প্রতিদিন যে সঙ্ঘাত হচ্ছে, গাজায় আরো বেশি লোক প্রাণ হারাচ্ছে। আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম যে প্রেসিডেন্ট নিজেই যুদ্ধবিরতির পক্ষে ওকালতি করছেন। তিনি বলছেন যে এখন এই যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে।

মার্কিন সাবেক এই কর্মকর্তা বলেন, অবশ্যই এটা উদ্বেগের বিষয় যে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে সময় যাচ্ছে। আমি খুব উদ্বিগ্ন যে আমরা ইসরাইলে আমাদের মার্কিন অস্ত্র প্রবাহ বন্ধ করিনি।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত ৩১ মে একটি তিন-পর্যায়ের যুদ্ধবিরতি প্রস্তাবের রূপরেখা দিয়েছিলেন। এতে ইসরাইলি সৈন্যদের গাজা থেকে প্রত্যাহার করা, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়া এবং ইসরাইলি কিছু সৈন্য মুক্তি দেয়ার বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব রয়েছে।

পরিকল্পনার অধীনে, যুদ্ধরত পক্ষগুলো তারপর সম্পূর্ণ বন্দী মুক্তি এবং সামরিক বাহিনী প্রত্যাহার নিয়ে আলোচনা করবে। এরপর হামাসকে পুনরায় অস্ত্র না দিয়ে গাজা পুনর্গঠনের জন্য বহুপাক্ষিক আলোচনা হবে। মার্কিন চাপের প্রচারণার এক সপ্তাহের মধ্যে বিশ্ব এখনো এমন লক্ষণের জন্য অপেক্ষা করছে যে যুদ্ধবিরতির আবেদন কাজ করছে।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement