১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘কারাদণ্ড’ নয় ‘জনগণের প্রতিক্রিয়া‘ নিয়ে শঙ্কিত ট্রাম্প

- ছবি : ভয়েস অব আমেরিকা

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২০১৬ সালের নির্বাচন বেআইনিভাবে প্রভাবিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হবার পর রোববার বলেছেন, ‘তিনি সম্ভাব্য কারাভোগ সামলাতে পারবেন। তবে, তিনি বলেন, তিনি নিশ্চিত না ‘জনগণ সেটা গ্রহণ করতে পারবে কি না।’

রোববার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড’ অনুষ্ঠানে এক রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় জনগণের জন্য এটা গ্রহণ করা কঠিন হবে। আপনি জানেন, কোনো এক পর্যায়ে, সহ্যের বাধ ভাঙতে পারে।’

জনগণের প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে তিনি বিস্তারিত বলেননি।

প্রথমবারের মতো একজন আমেরিকান প্রেসিডেন্টের ফৌজদারি মামলার সমাপ্তি নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘এটা খুব কঠিন সমাপ্তি ছিল।’

ট্রাম্প রিপাবলিকান পার্টির অনানুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ২০২৪ নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন যে ডেমক্র্যাট তাকে ২০২০ সালে পরাজিত করেছিল।

এই সময় ট্রাম্পের সামনে এখন সর্বোচ্চ চার বছর জেল বা প্রোবেশনের সম্ভাবনা রয়েছে।

আপিলের প্রস্তুতি
ট্রাম্পের আইনজীবী উইল সার্ফ এবিসি টেলিভিশন নেটওয়ার্কের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় না প্রেসিডেন্ট ট্রাম্পকে শেষমেশ কোনো প্রকার সাজাই দেয়া হবে।’

তিনি বলেন, ট্রাম্পের আইনজীবীরা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে, ‘একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি প্রয়োজন হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

রিপাবনলিকান পার্টির জাতীয় কনভেনশনে দলের ডেলিগেটরা ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে পার্টির প্রার্থী মনোনীত করার পরিকল্পনা করছে। কনভেনশনের কয়েক দিন আগে, ১১ জুলাই আদালত ট্রাম্পের সাজা ঘোষণা করবে।

প্রথম প্রেসিডেন্ট অপরাধী
ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্কের এক আদালত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করে। তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যাকে ফৌজদারি মামলায় বিচার এবং দোষী সাব্যস্ত করা হয়।

১২ সদস্যের জুরি ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচন বেআইনিভাবে প্রভাবিত করার লক্ষে তার ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার অভিযোগে দোষী সাব্যস্ত করে। এই প্রক্রিয়ায় স্টর্মি ড্যানিয়েলস নামক একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেয়া হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যবসায়িক কোম্পানির রেকর্ড জালিয়াতি করার ৩৪টি অভিযোগ গঠন করা হয় এবং জুরি তাকে ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।

জুরির রায় বৃহস্পতিবার এক বিচারের সমাপ্তি টানল, যেটার কেন্দ্রে ছিল সেক্স এবং আর্থিক বিষয় ধামাচাপা দেয়ার প্রয়াস। এই রায় ট্রাম্পকে কারাগারে যাবার ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই রায় ট্রাম্পের জন্য একটি অসাধারণ আইনগত হিসেব-নিকেশের মুখোমুখি করেছে।

তার বিরুদ্ধে আরো তিনটি ফৌজদারি মামলা রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনটাতে তাকে দোষী সাব্যস্ত করা হয় নাই।

রায়টি আসলো প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাস আগে, যেখানে ট্রাম্প রিপাবলিকান দলের পদপ্রার্থী। একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেয়া একজন অপরাধীকে ভোট দিতে ভোটাররা কতটুক ইচ্ছুক হবেন, এই রায় সেটা পরীক্ষা করবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল