১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলে ইসরাইল ‘হ্যাঁ’ বলবে : হোয়াইট হাউস

হোয়াইট হাউস - ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতির প্রস্তাবে প্রেসিডেন্ট বাইডেনের সাথে একমত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে ইসরাইলও এই পরিকল্পনা গ্রহণ করবে।

রোববার (২ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ প্রচারিত ‘দিস উইক’ প্রোগ্রামের এক সাক্ষাৎকারে মার্কিন এই নিরাপত্তার মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট বাইডেন যে প্রস্তাবনা পেশ করেছেন, সেটি ইসরাইলি প্রস্তাব। আমরা হামাসের কাছে সে প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশা করি যে হামাস যদি তাতে সায় দেয়, তবে ইসরাইলও হাঁ বলবে।’

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন আগে বলেছিলেন, তাদের সামরিক লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি ঘটাবে না।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement