১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত কিছু অভিবাসীকে দ্রুত বহিষ্কার করতে চায়

- ছবি : ভয়েস অব আমেরিকা

বাইডেন প্রশাসন অভিবাসন আদালতে নতুন আসা অভিবাসীদের ভাগ্য নির্ধারণের সময় কমিয়ে ছয় মাসে নামিয়ে আনার লক্ষ্যে নতুন একটি প্রক্রিয়া তৈরি করছে। এটি এমন এক সময় করা হচ্ছে যখন ভোটারদের মধ্যে অভিবাসন ইস্যুতে উদ্বেগ ক্রমাগতভাবে বাড়ছে।

বৃহস্পতিবার ঘোষিত এই উদ্যোগের অধীনে, অবিবাহিত প্রাপ্তবয়স্ক অভিবাসী যারা সবেমাত্র দেশে প্রবেশ করেছেন এবং পাঁচটি নির্দিষ্ট শহরে যাচ্ছেন তাদের মামলাগুলো ১৮০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে বিচারকদের একটি নির্বাচিত গ্রুপ দ্বারা তদারকি করা হবে।

এর ফলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপযুক্ত অভিবাসন ব্যবস্থার বেশিভাগ ক্ষেত্রে তুলনার চেয়ে অনেক দ্রুত ঘুরে দাঁড়াবে। অভিবাসন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গড়ে চার বছর সময় লাগতে পারে।

মামলাগুলোতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে কর্তৃপক্ষ থাকার অনুমতিহীন মানুষদের আরো দ্রুত সরিয়ে দিতে পারে। তবে কতজন অভিবাসী এই নতুন ডকেটের মধ্য দিয়ে যাবেন তা স্পষ্ট নয়। এটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানান। প্রশাসনের বেঁধে দেয়া গাইড লাইন মেনে নাম প্রকাশ না করার শর্তে তারা এসব কথা বলেন।

নতুন ডকেটটি হবে আটলান্টা, বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস এবং নিউইয়র্কে।

কর্মকর্তারা বলেন, এই শহরগুলো বেছে নেয়ার কারণ সেখানকার বিচারকদের মামলার শুনানির জন্য কিছুটা সময় আছে এবং এই শহরগুলো অভিবাসীদের জন্য বড় গন্তব্য।

দেশটির অভিবাসন আদালতে এখন রেকর্ড পরিমাণ ৩০ লাখ মামলা আটকে আছে। এখানে প্রায় ৬০০ জন বিচারক রয়েছেন। বৃহস্পতিবার ঘোষিত পরিকল্পনায় আরো বিচারক নেয়ার জন্য অর্থ অন্তর্ভুক্ত করা হবে না।

চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদিত একটি দ্বিপক্ষীয় সীমান্ত চুক্তিতে ১০০ জন নতুন অভিবাসন বিচারক ও সহযোগীর জন্য অর্থায়নের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সহকর্মী রিপাবলিকানদের এই চুক্তি বাতিল করার আহ্বান জানান এবং এটি দ্রুত বাতিল হয়ে যায়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল