পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে দাবানল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২৪, ০৬:০০
পশ্চিম কানাডার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিসের কর্তা ক্লিফ চ্যাপম্যান বলছেন, ফোর্ট নেলসন শহরের পশ্চিমে শুক্রবার থেকেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। ছোট্ট একটি সম্প্রদায়ের তিন হাজার বাসিন্দার শহর ফোর্ট নেলসন ব্রিটিশ কলম্বিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় ভ্যানকুভারের এক হাজার ৬০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
চ্যাপম্যান ভিডিওতে বলেন, উত্তর–পূর্বাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে ফোর্ট নেলসনের পশ্চিম দিকে আগুন প্রায় পাঁচ হাজার ২৮০ হেক্টর জায়গা পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ কলম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিস। ২০২৩ সালে কানাডা রেকর্ড দাবানল দেখেছে। দেশের প্রদেশ ও অঞ্চলগুলোতে শত শত দাবানলের ঘটনা ঘটেছিল। দাবানলের জেরে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা এলাকা ছেড়ে গেছেন।
ওই এলাবায় ২০২১৬ সালের দাবানলে হাজার হাজার লোক পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, অসংখ্য বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
সূত্র : আল জাজিরা ও আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা