১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ‘গণহত্যা’ হয়নি : হোয়াইট হাউস

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান - সংগৃহীত

গাজায় ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র এটা বিশ্বাস করে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো-বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জ্যাক সুলিভান সোমবার বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে- গাজায় গণহত্যা ঘটছে তবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরাইলকে আরো সতর্ক করতে হবে’।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেছেন যে- যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার সাথে সাথে ইসরাইল দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর জন্য তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে দায়ী করেন।

সুলিভান এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ইসরাইল আরো অনেক কিছু করতে পারে এবং করতে হবে। আমরা বিশ্বাস করি না যে- গাজায় যা ঘটছে তা একটি গণহত্যা’।

সুলিভান আরো বলেন, বাইডেন হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন তবে বুঝতে পেরেছেন যে- ফিলিস্তিনি বেসামরিক লোকেরা ‘নরকে’ আছে।

এদিকে ইসরাইল ও হামাস কয়েকদফা আলোচনায় বসার পরও এখনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement
সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক বিজয় ঘোষণার অপেক্ষা ভারতকে দেয়া সুইজারল্যান্ডের বিশেষ সুবিধা প্রত্যাহার

সকল