১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিখ নেতাকে হত্যার অভিযোগে চতুর্থ ভারতীয় গ্রেফতার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে গুরু নানক শিখ গুরুদ্বারে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের ভূমিকা তদন্তের দাবিতে করা একটি পোস্টার - ছবি : রয়টার্স

কানাডায় নাগরিকত্ব পাওয়া শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের অভিযোগে আরো এক ভারতীয়কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (১১ মে) ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কানাডার ভ্যাঙ্কুভারে নিহত হন ভারতের খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার। পরে হত্যায় জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় চতুর্থ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযুক্তের নাম আমনদীপ সিং। কানাডার অ্যাবটসফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে এ ঘটনায় আরো তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। তারা হলেন, করণপ্রীত সিং (২৮), কমলপ্রীত সিং (২২) এবং করণ ব্রার (২২)।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য


আরো সংবাদ



premium cement