১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়িং অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

বোয়িং অনিয়মের অভিযোগে তদন্ত শুরু - ডয়েচে ভেলে

মার্কিন বিমান নির্মাতা বোয়িং এ অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের এয়ার সেফটি কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন বা এফএএ৷ বোয়িংয়ের কাছ থেকে তথ্য পাওয়ার পর এই তদন্ত শুরুর কথা সোমবার জানিয়েছে এফএএ৷

সম্প্রতি বোয়িংয়ের একজন কর্মী ৭৮৭ ড্রিমলাইনার বিমান তৈরির প্রক্রিয়ায় ‘অনিয়ম' দেখার পর বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান৷ এরপর ৭৮৭ প্রকল্পের প্রধান স্কট স্টকার ২৯ এপ্রিল কর্মীদের দেয়া এক ইমেলে জানান, অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

এছাড়া তিনি বলেন, বিমান তৈরির সময় যে পরীক্ষাগুলো করা প্রয়োজন তার মধ্যে কিছু পরীক্ষা না করেই সব পরীক্ষা করা হয়েছে বলে কয়েকজন কর্মী রেকর্ডবুকে লিখে রেখেছেন৷ এই বিষয়টি এফএএকে জানানো হয়েছে বলেও জানান স্টকার৷

এরপরই সোমবার এফএএ জানায়, তারা বোয়িং এ এমন অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে৷

সমস্যাগ্রস্ত বোয়িং
১৭ এপ্রিল সেনেটে শুনানির সময় বোয়িংয়ের একজন হুইসেলব্লোয়ার অভিযোগ করেছিলেন, ৭৮৭ বিমান তৈরির প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব না দেয়ার অভিযোগ করায় তাকে প্রতিশোধপরায়ণতার শিকার হতে হয়েছে৷

গত ফেব্রুয়ারিতে এফএএর পরামর্শক প্যানেল বোয়িংয়ের নিরাপত্তা সংস্কৃতিতে চরম ঘাটতি খুঁজে পেয়েছিল৷ তারা বলেছে, বোয়িংয়ের ব্যবস্থাপনা পরিষদ ও কর্মীদের মধ্যে যোগাযোগ খুব ভালো নয়৷ আর কোনো কর্মী নিরাপত্তা নিয়ে অভিযোগ করলে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি এফএএর প্যানেল৷

দুর্ঘটনা
গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ বিমান ১৬ হাজার ফুট উপড়ে থাকার সময় তার এক্সিট দরজার সিল খুলে গিয়েছিল৷ আর গতমাসে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান নিউইয়র্ক থেকে ওড়ার কিছুক্ষণ পর তার এমারজেন্সি এক্সিট স্লাইড খুলে গিয়েছিল৷

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল