১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত

যুক্তরাষ্ট্রে বিদেশী : ১ মেক্সিকো, ২ ভারত - ফাইল ছবি

যেসব দেশের নাগরিক ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, তার মধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। আমেরিকান কংগ্রেসের তরফে প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে মোট ৬৫ হাজার ৯৬০ জন ভারতীয় আমেরিকার নাগরিকত্ব লাভ করেছেন।

ভারতের আগে আছে শুধু মেক্সিকো। মূলত ওই দেশ থেকেই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার আবেদন জানিয়ে থাকে। আমেরিকান নাগরিকত্ব পাওয়ার বিষয়ে ভারতের পরে রয়েছে যথাক্রমে ফিলিপাইন, কিউবা এবং ডমিনিকান রিপাবলিকের মতো দেশ।

আমেরিকান সেন্সাস ব্যুরো-র তরফে করা একটি সমীক্ষায় জানা গেছে, ২০২২ সালে এ দেশে মোট ৪.৬ কোটি বিদেশী নাগরিক বসবাস করত। যে সংখ্যাটা আমেরিকায় বসবাসকারী মোট জনগণের ১৪ শতাংশ। ওই বছরে আমেরিকার মোট জনসংখ্যা ছিল ৩৩.৩ কোটি। আমেরিকান কংগ্রেসেরই আর একটি রিপোর্ট (কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা সংক্ষেপে সিআরএস) জানাচ্ছে, ২০২২ সালে মোট ৯৬,৯৩,৩৮০ জন বিদেশী নাগরিক আমেরিকার নাগরিকত্ব (ন্যাচারালাইজড ইউএস সিটিজেন) পেয়েছেন। গত ১৫ এপ্রিল ওই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

ভারত ছাড়া মেক্সিকোর এক লাখ ২৮ হাজার ৮৭৮ জন, ফিলিপাইনের ৫৩ হাজার ৪১৩ জন, কিউবার ৪৬ হাজার ৯১৩ জন, ডমিনিকান রিপাবলিকের ৩৪ হাজার ৫২৫ জন, ভিয়েতনামের ৩৩ হাজার ২৪৬ জন এবং চীনের ২৭ হাজার ৩৮ জন বাসিন্দা আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন।

২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ীও আমেরিকায় বসবাসকারী বিদেশী নাগরিকদের তালিকায় মেক্সিকোর পরেই রয়েছে ভারতের নাম। তবে তাৎপর্যপূর্ণভাবে তৃতীয় স্থানে রয়েছে চীনের নাম। গত বছরের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে দেশে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩১ হাজার ৩৩০-এ।

সিআরএসের আর একটি রিপোর্ট অবশ্য বলছে, ২০২২ সালে নাগরিকত্ব লাভের নিরিখে ভারতীয়দের স্থান দ্বিতীয় হলেও এখনো বহু সংখ্যক ভারতীয় বাসিন্দা আমেরিকার নাগরিকত্ব পাওয়া অপেক্ষায় রয়েছে। সেই সংখ্যাটা গত বছরই দু'লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই সংখ্যক ভারতীয় হয় আমেরিকায় গ্রিন কার্ডের অধিকারী অথবা তাদের কাছে লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্সি (এলপিআর)-র অধিকার রয়েছে। এত সংখ্যক ভারতীয় কবে পাকাপাকিভাবে আমেরিকার নাগরিকত্ব পাবেন, তা নিয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে যথেষ্টই।

‘ন্যাচারালাইজড ইউএস সিটিজেন’ হতে গেলে কোনো বিদেশী নাগরিককে কিছু নিয়ম মানতে হয়। এসবের মধ্যে আমেরিকার অভিবাসন এবং জাতীয়তাবাদ আইন (আইএনএ) মেনে চলা অন্যতম। এ ছাড়াও পাকাপাকিভাবে আমেরিকার নাগরিকত্ব পেতে হলে যেকোনো দেশের বাসিন্দারই অন্তত পাঁচ বছরের এলপিআর থাকা প্রয়োজন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর সিংগাইরে হিছা খা হত্যা মামলায় গ্রেফতার ২

সকল