মার্কিন কংগ্রেসে টিকটক নিষিদ্ধ করার বিল পাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০৪
চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ মার্কিন যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষিদ্ধ করার পথে আরো এক ধাপ এগোল প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। রোববার ওই দেশের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয়েছে।
দেশের নিরাপত্তার কারণে টিকটক ও তার স্বত্বাধিকারী চীনা সংস্থা ‘বাইটড্যান্স’-এর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে হাউসে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়ার পরে এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে কেউই আর টিকটক ও তার স্বত্বাধিকারী সংস্থার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না। ‘বাইটড্যান্স’-এর সাথেও কোনো রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চীনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার সীনেট। টিকটক বাতিল করার আইন পাস করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ। তাৎপর্যপূর্ণভাবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের পাশাপাশি বিরোধী রিপাবলিকান হাউস সদস্যেরাও বাইডেন সরকারের ওই বিল সমর্থন করেছেন। বিলটি পাস হয়, ৩৬০-৫৮ ভোটের ব্যবধানে।
হাউস অফ রিপ্রেজেনটেটিভসে বিলটি পাস হওয়ার পরেই আপত্তি জানিয়েছে টিকটক। সোমবার এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এতে নাগরিকদের মত প্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে। এর বিরুদ্ধে আইনি লড়াই চালানোরও বার্তা দিয়েছে চীনা সংস্থাটি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা