টিকটকের হুমকির ব্যাপারে বিশেষজ্ঞের হুঁশিয়ারি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ এপ্রিল ২০২৪, ০৬:২৮
যুক্তরাষ্ট্র যেসব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে, টিকটক তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় বলে মনে করেন 'কাউন্টারিং চায়নাস গ্রেট গেমের' লেকক মাইকেল সোবোলিক। তিনি ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন।
তিনি বলেন, টিকটক কেবল একটি প্রযুক্তিগত উদ্বেগ নয়। এটি কেবল একটি সামাজিক মিডিয়া সমস্যা নয়। বর্তমানে টিকটক হলো আমেরিকার বিরুদ্ধে চীনের সবচেয়ে বড় অপ্রতিসম সুবিধা।
তিনি বলেন, এটি আমেরিকার গণতন্ত্রের প্রতি সবচেয়ে বড় আসন্ন হুমকির প্রতিনিধিত্ব করে।
সোবোলিক বলেন, টিকটকের মাধ্যমে আমাদের 'সিভিল ডিসকোর্সে' অনুপ্রবেশ হলো যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।
তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে থাকা এই একটি অ্যাপ প্রায় অর্ধেক আমেরিকানের হাতে রয়েছে। তারা জনমতে প্রভাব বিস্তার করতে পারে, প্রপাগান্ডার বিস্তার করতে পারে। এটি একটি বিশাল সমস্যা।
আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলে ইন্দো-প্যাসিফিক স্টাডিজের সিনিয়র ফেলো সোবোলিক বলেন, ১৭০ মিলিয়ন আমেরিকান টিকটক ব্যবহার করে। আর এদের ১৫০ মিলিয়ন দিনে অন্তত এক ঘণ্টা এতে ব্যয় করে। এদের একটি বড় অংশ খবরের জন্য এই প্লাটফর্মের ওপর নির্ভর করে। চীন সরকার এই সুবিধাটি গ্রহণ করে।
সূত্র : ফক্স নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা