যে কারণে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন বাতিল করলেন বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ এপ্রিল ২০২৪, ১৬:০২
গত দুই দশক ধরে প্রতি রমজানে হোয়াইট হাউসে বিশিষ্ট মুসলিম আমেরিকানদের জন্য ইফতারের আয়োজন করে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। এবারো ওই অনুষ্ঠানের আয়োজন করছিলেন বাইডেন। কিন্তু গতকাল মঙ্গলবারই ওই আয়োজন বাতিল করা হয়।
হোয়াইট হাউস বলেছে, ইফতারের পরিবর্তে তারা কেবল মুসলিম সরকারি কর্মচারীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সাথে পৃথক বৈঠক করবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুসলিম আমেরিকানরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বাতিল হয়ে গেছে হোয়াইট হাউসের এবারের ইফতারের আয়োজন। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদেই প্রতিক্রিয়া এসেছে।
সূত্র : আল জাজিরা