আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনায় বসতে পারে : সিএনএন
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৫:৪১
গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আলোচনায় বসতে পারে।
সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।
খবর তাস’র।
টিভি চ্যানেলের খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এই আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
এর আগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।
টিভি চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনার কথা সামরিক মন্ত্রিসভার সদস্যদের জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা