জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন।
তিনি সেখানে ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও আলোচনা করবেন।
হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, বাইডেন জাতিসঙ্ঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন।
তিনি আরো বলেন, বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত করবেন।
তবে বিশ্বের কোন কোন নেতার সাথে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।
ধারণা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসঙ্ঘ।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা