যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গুলি ৬ বছরের ছাত্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৩, ১৪:২৪
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে শ্রেণিকক্ষে তর্কাতর্কির জের ধরে ছয় বছরের এক ছাত্র গুলি করেছে তারই শিক্ষিকাকে। পুলিশ ও স্কুল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। গুলিবর্ষণকারী শিশুটি প্রথম গ্রেডের শিক্ষার্থী।
শুক্রবার রিচনিক ইলিমেন্টারি স্কুলে এই ঘটনা হয়। এতে অন্য কোনো ছাত্র আহত হয়নি। ৩০-এর কোঠার বয়সী শিক্ষিকার অবস্থা কিছুটা উন্নত হলেও এখনো জীবনের শঙ্কা কাটেনি।
পুলিশ জানায়, শ্রেণিকক্ষে শিশুটির হাতে একটি হ্যান্ডগান ছিল। তারা তাকে তাদের হেফাজতে নিয়েছে।
তিনি জানান, শিশুটি কিভাবে অস্ত্র হাতে পেল, তা তারা জানার চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, কোনো কিছু নিয়ে শিশুটির সাথে শিক্ষিকার তর্ক হয়েছিল। ঠিক কী নিয়ে বা কতক্ষণ তর্ক হয়েছিল, তা পুলিশ প্রকাশ করেনি।
স্কুলটিতে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। এখানে পঞ্চম গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে।
সূত্র : আলজাজিরা