ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাত, নিখোঁজ ২৩
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪, আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি বাসিন্দা।
স্থানীয় সময় বুধবার বিকেলে ক্যাটাগরি চার মাত্রার হারিকেনটি আঘাত হানে। এর প্রভাবে ছোট একটি জাহাজ ডুবে গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৩ জন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেন ইয়ান সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম। স্থানীয় সময় বেলা ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
উপকূলে আঘাত হানার সময় চার মাত্রার হারিকেন ইয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার (১৫০ মাইল) ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।
ঝড়ের তীব্রতার দিক থেকে পাঁচ মাত্রার হারিকেনের চেয়ে ইয়ানের গতিবেগ সামান্য কম। সবচেয়ে মারাত্মক পাঁচ মাত্রার হারিকেনের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ধরা হয় ১৫৭ মাইল।
এনএইচসি জানায়, দ্বীপে আঘাত হানার প্রায় দেড় ঘণ্টা পর বন্দরনগরী পুন্তা গোর্দার ঠিক দক্ষিণ উপকূল দিয়ে ফ্লোরিডার মূল ভূখণ্ডে উঠে আসে হারিকেন ইয়ান। এ সময় বাতাসের গতিবেগ সামান্য কমে ঘণ্টায় ১৪৫ মাইলে নেমে আসে।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বলেন, ঘূর্ণিঝড় ইয়ানের প্রভাবে উপকূলের কিছু এলাকা ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা আরেক হারিকেন চার্লির পর ইয়ানকেই সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।
ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উপকূলীয় এলাকার মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কয়েকটি প্রদেশ থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। ঝড়ো বাতাসের সাথে অতি বর্ষণে তলিয়ে গেছে অনেক সড়ক। এটি আরো বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি করা হয়েছে আরো কিছু অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা, বিবিসি