২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়া ও চীনের সাথে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে : মার্কিন জেনারেল

রাশিয়া ও চীনের সাথে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা রয়েছে : মার্কিন জেনারেল -

একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া অথবা চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড গতকাল শুক্রবার এক বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন।

মস্কো ও বেইজিং ‘আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ’ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরো লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে সমূহ হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান।

এই মার্কিন অ্যাডমিরাল আরো বলেন, রাশিয়া ও চীনের সাথে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ আসন্ন হয়ে পড়বে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement