২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাম্পকে ইমপিচ করার দাবি

ডোনাল্ড ট্রাম্প - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি করেছে ডেমোক্র্যাটরা। আর ট্রাম্প বলেছেন, তিনি এখন নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের দিকেই নজর দিচ্ছেন।
ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, ট্রাম্পকে অতি সত্বর অপসারণ করা উচিত। আরহাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তাকে অভিশংসন করা উচিত।
অবশ্য, ট্রাম্পকে অপসারণ করার জন্য রিপাবলিকানদের সমর্থনও প্রয়োজন, তবে ওই কাজে খুব কম রিপাবলিকানের সমর্থনই পাওয়া যাবে।

এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রেসিডেন্ট বলেন, নতুন প্রশাসনের অভিষক হবে ২০ জানুয়ারি। তিনি ক্ষত নিরাময় ও সমন্বয়ের আহ্বান জানান।
তিনি বলেন, সহিংসতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলায় তিনি ক্রুদ্ধ। তিনি বলেন, মেজাজ অবশ্যই শান্ত রাখতে হবে, শান্ত পরিস্থিতি অবশ্যই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তার ভিডিওটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়। ক্যাপিটল দাঙ্গার কারণ তার টুইটার অ্যাকাউন্ট ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
রিপাবলিকান-সমর্থকদের ওই দাঙ্গায় অন্তত চারজন নিহত হয়েছে, ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সহিংসতার পর কংগ্রেস জো বাইডেনের জয়কে নিশ্চিত করে। ফলে তিনি প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করতে যাচ্ছেন।

সূত্র : বিবিসি ও আল জাজিরা


আরো সংবাদ



premium cement