২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে - ছবি : সংগৃহীত

জর্জিয়ার মার্কিন সিনেটের দুটি আসনের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক ও জন ওসফ জয়ী হয়েছেন। এর ফলে সিনেটেও হবু প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলো।

ডেমোক্র্যাটিক পার্টির এই দুই প্রার্থীর জয়ই ছিল ঐতিহাসিক। ওরনক (৫১) ইতিহাসে জর্জিয়া থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হলেন। আমেরিকান সাউথ থেকে প্রথম কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট হিসেবে তিনি জয়ী হয়েছেন। তিনি মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র একসময় আটলান্টার যে চার্চের পাদ্রি ছিলেন, তিনিও ওই পদে রয়েছেন।

ওসফ জর্জিয়া থেকে প্রথম ইহুদি হিসেবে জয়ী হয়েছেন। ৩৩ বছর বয়স্ক ওসফ চেম্বারের প্রথম মিলিনিয়াম-জেনারেশন ও সর্বকনিষ্ঠ সিনেটর।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করেন।
সূত্র : আল জাজিরা

 


আরো সংবাদ



premium cement