০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

বাইডেন ম্যাজিকে মিশিগানেও পরাস্ত ট্রাম্প

- সংগৃহীত

মিশিগান জিতে জয়ের খুব কাছাকাছি বাইডেন। ট্রাম্প পৌঁছলেন আদালতে। ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ছয় ভোট দূরে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। তবে লড়াই এত সহজ ছিল না।

বুধবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বোঝা গিয়েছিল, কেউ কাউকে সহজে জমি ছাড়ছেন না। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুপুরের মধ্যেই জিতে নিয়েছিলেন ফ্লোরিডা এবং টেক্সাস। টেক্সাসের ইলেকটোরাল কলেজ ভোট ৩৮। ফ্লোরিডার ২৯। বস্তুত, টেক্সাস জেতার পরে এক সময় মনে হচ্ছিল, ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আর কেবল সময়ের অপেক্ষা।

বাইডেনও অবশ্য সকাল থেকেই জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন। সুইং স্টেট দখল করেছেন। ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ক্লিন সুইপ করেছেন। ক্যালিফোর্নিয়ায় ৫৫টি ইলেকটোরাল ভোট। এই রাজ্য কার দিকে যাচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। তবে শেষ বেলায় মিশিগান জয় করে বাইডেন জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন। ট্রাম্প এখনো দাঁড়িয়ে আছেন ২১৪টি ভোটে। বাইডেন পৌঁছে গিয়েছেন ২৬৪ ভোটে। আর ছয়টি ভোট পেলেই প্রেসিডেন্টের সিংহাসনে বসতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী।

তবে খেলা এখানেই থামছে না। বাইডেনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। মিশিগানে ফের ভোট গণনার আর্জি জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি সেরে ফেলেছে ট্রাম্প বাহিনী। ফলে জিতলেও সহজে প্রেসিডেন্টের চেয়ারে বসতে পারবেন না বাইডেন। আইনি লড়াইয়ে নামতে হবে। বাইডেন বাহিনী অবশ্য জানিয়েছে দিয়েছে, সমস্ত রকম আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত তারা।

ট্রাম্প নির্বাচনের আগে থেকেই পোস্টাল ব্যালট নিয়ে প্রশ্ন তুলছিলেন। বুধবারেও একাধিকবার সেই প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছেন, পোস্টাল ব্যালট গুণতে সময় লাগছে বলেই দ্রুত ফলাফল জানানো যাচ্ছে না। এই পোস্টাল ব্যালট নিয়েই ট্রাম্প অচলাবস্থা তৈরি করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য ২৭০ টি ভোট লাগে। বিভিন্ন রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট যোগ করে ম্যাজিক ফিগারে পৌঁছতে হয় প্রার্থীদের। এখনো পর্যন্ত বাইডেন দখল করতে পেরেছেন মিশিগান, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, নিউ মেক্সিকো, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটসের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের ইলেকটোরাল ভোট।

ট্রাম্প পেয়েছেন টেক্সাস, ফ্লোরিডা, কেনটাকি, লুসিয়ানা, মিসিসিপি, টেনিসির মতো রাজ্য। এখন দেখার ২৭০ ম্যাজিক ফিগারে পৌঁছতে আর কত সময় লাগে বাইডেনের। আর ট্রাম্প নতুন কী চাল চালেন। সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
‘ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’ অবস্থার অবনতি, আইসিইউতে সাবিনা ইয়াসমিন সিংগাইরে জুয়েলারি ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট বাংলাদেশী সংস্কৃতির বিকাশে বইমেলা আয়োজনের বিকল্প নেই আঁকাবাঁকা শিরার চিকিৎসা : ৫৪ জন সার্জনের ৫১ জনই ঢাকায় বিশ্ব ইজতেমায় মামুনুল হক ও হাসনাত আব্দুল্লাহ প্রতিমাসে লক্ষাধিক টাকা শিক্ষাবৃত্তি দিবে ইবি ছাত্রশিবির পরিবর্তন আসছে বিপিএল ফুটবলে ইন্দুরকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত একজন মানুষের কতটুকু জমি লাগে! প্রথমবার ব্রাজিলের সাও পাওলোতে বাংলাদেশী পণ্যের মেলা ১৫ জুন

সকল