পেনসিলাভানিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২০, ০৮:৫৯, আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ১৪:০৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্পবিরোধীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ঐ কনভেনশন সেন্টার ভবনে মেইলের মাধ্যমে আসা ব্যালটগুলো জড়ো করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ লক্ষ ব্যালট গণনা শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে।
বিক্ষোভ সমাবেশে প্রত্যেকটি ভোট গোনার স্বপক্ষে স্লোগান দেয়া সমর্থকদের অনেকে ট্রাম্প পুনঃর্নর্বিাচিত হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে বক্তব্য রাখেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের একটি সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা।
ওই সংবাদ সম্মেলনটি অবশ্য শেষ পর্যন্ত বাতিল করা হয়।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা