মার্কিন নির্বাচন : বাইডেন জিতলে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে সম্পর্ক ভালো হবে
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ অক্টোবর ২০২০, ১০:২৩, আপডেট: ১১ অক্টোবর ২০২০, ১০:২৪
বাইডেন জিতলে মধ্যপ্রাচ্য ও চীনের সাথে সম্পর্ক ভালো হবে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। বিশ্বখ্যাত রাজনীতি বিজ্ঞানী এলেন লাইপসন ও ফক্স নিউজের সাংবাদিক লোরা ইংগ্রাহাম এ মতামত দিয়েছেন। এলেন লাইপসনের মতে, ওবামা প্রশাসন তেহরানের সাথে উত্তেজনা প্রশমিত করতে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিকে কাজ লাগানোর আশা করেছিল। ট্রাম্প হেঁটেছেন বিপরীতে।
বাইডেন স্বীকার করেছেন, তিনি ঘড়ির কাঁটা ২০১৬ সালে ফিরিয়ে দিতে পারবেন না। গণতন্ত্র এবং মানবাধিকারের ওপর নতুনভাবে জোর দেয়া হলে মধ্যপ্রাচ্য বাইডেনকে কিছু চ্যালেঞ্জের মুখে ফেলবে। তিউনিসিয়া, মরক্কো এবং জর্ডানের মতো স্বল্পসংখ্যক গণতন্ত্রমুখী রাষ্ট্রকে বাইডেন সহায়তা করতে পারেন। ইরানও বাইডেন প্রশাসনের জন্য হবে এক কঠিন পরীক্ষা। কেবল ২০১৫ সালের পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন অঙ্গীকার পুনরুদ্ধার করাই যথেষ্ট হবে না।
বাইডেনের পরমাণু অস্ত্রবিস্তার রোধবিষয়ক বিশেষজ্ঞরা এই চুক্তিতে সংশোধনী প্রস্তাব আনার এবং মিত্রদেশগুলোর সাথে মিলে এটি রক্ষা করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। সিরিয়ার যেসব অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ নেই সেখানে সহায়তা দেয়ার দিকে মনোনিবেশ করতে পারে বাইডেন সরকার। লোরা ইংগ্রাহাম মনে করেন, চীনেরই লোক বাইডেন। বাউডেন জিতলে চীন অনেক বাণিজ্য করার সুযোগ পাবে। খালিজ টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা