২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোনো অবস্থায়ই বাইডেনকে পরাজয় স্বীকার না করতে হিলারির আহ্বান

-

হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি তড়িঘড়ি পরাজয় মেনে না নেয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ২০১৬ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন।

মঙ্গলবার ‘দ্য সার্কাস’ নামক একটি শোটাইমের সাথে সাক্ষাৎকারে হিলারি বলেন, সব ভোট গণনা না হওয়া পর্যন্ত বাইডেনের উচিত হবে পরাজয় স্বীকার না করা। কারণ তিনি মনে করেন, ভোট গণনা প্রলম্বিত হতে পারে।

হিলারি বলেন, কোনো অবস্থাতেই বাইডেনের পরাজয় স্বীকার করা উচিত হবে না। কারণ আমি মনে করি, ভোট গণনা প্রলম্বিত হবে। এছাড়া আমি বিশ্বাস করি আমরা যদি এক ইঞ্চিও ছাড় না দেই এবং অন্যদিকে
মনোযোগ না দিয়ে কেবলমাত্র এদিকটায় নজর দেই তাহলে বাইডেন জিতবে।

হিলারি ২০১৬ সালের নির্বাচনে ৩০ লাখ বেশি ভোট পেয়েও হেরে যান। তিনি রাজ্যে রাজ্যে ইলেক্ট্রোরাল ভোটে হেরে গিয়েছিলেন।

হিলারি বলেন, রিপাবলিকানরা কয়েকটি বিষয়ের দিকে তাকিয়ে আছে। এর একটি অনুপস্থিত ভোটারের ভোট নিয়ে কারসাজি।

এর পরিপ্রেক্ষিতে তিনি ব্যাপক আইনি পদক্ষেপের বিষয়ে ডেমাক্রেটদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভোট কেন্দ্রের বাইরে রিপাবলিকান ও ট্রাম্প যে ধরণের ভয়ভীতি দেখানোর আয়োজন করছে, তা মোকাবেলায় আমাদেরও নিজস্ব দল থাকতে হবে।

এদিকে করোনাভাইরাসের কারণে আমেরিকায় অধিকাংশ ভোটার ডাকযোগে অর্থাৎ মেইল ইন ভোটিং পদ্ধতিতে তাদের ভোট দেবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্প বরাবরই এ পদ্ধতিতে ভোট জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। এমনকি তিনি অর্থ সঙ্কটে থাকা মার্কিন পোস্টাল সার্ভিসকে প্রয়োজনীয় তহবিল দিতেও অস্বীকৃতি জানিয়েছেন।
যদিও আমেরিকায় তেমন কোনো অভিযোগ ছাড়াই ভোটাররা এ পদ্ধতিতেই ভোট দিয়ে আসছেন। এমনকি ট্রাম্প নিজেও মেইলেই ভোট দিয়েছেন। কিন্তু ডেমোক্রেটরা অভিযোগ করছে ট্রাম্প ইচ্ছেকৃতভাবে পোস্ট অফিসের এ পদ্ধতিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

এদিকে ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নেবেন এমন নিশ্চয়তা দিতে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, নির্বাচনী জরিপের সব ফলাফলেই এখনো পর্যন্ত ট্রাম্প বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন।


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় পিস্তল ও ১০ মামলার আসামিসহ গ্রেফতার ২ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফেনী সীমান্তে ৪ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী অত্যাচারে দীর্ঘ ১২ বছর দেশে আসতে পারিনি : সেলিম রেজা ‘সমন্বয়ক’ দাবি করা আহত সোহেলকে ভুয়া বলল ছাত্রদল সিলেটে অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার শান্তি প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে : শাহজাহান কপ-২৯ : ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ২০০ মিলিয়ন বরাদ্দ দিতে ইইউ’র সমর্থন চাইল বাংলাদেশ আইসিসির পরোয়ানা : গ্রেফতার হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী? ছাত্র জমিয়তের ময়মনসিংহ জেলা কমিটি গঠন

সকল