১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

অবিশ্বাস্য! যমজ ভাইয়ের সাথে যমজ বোনের বিয়ে, একইসঙ্গে অন্তঃসত্ত্বা

যমজ ভাইয়ের সাথে যমজ বোনের বিয়ে, একইসঙ্গে অন্তঃসত্ত্বা - ছবি : সংগৃহীত

২০১৮ সালে যমজ বোন ব্রিটিনি ও ব্রিয়ানা ডিনের বিয়ে হয় যমজ ভাই জোশ ও জেরেমি সালেয়ার্সের সঙ্গে। এবার এক অবিশ্বাস্য ঘটনায় খবরের শিরোনামে তারা। ব্রিটিনি ও ব্রিয়ানা একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। সম্প্রতি তাদের ইস্টাগ্রাম অ্যাকাউন্ট সালেয়ার্সটুইন্স, তারা এই ঘটনা জানিয়েছেন। পাশাপাশি ফটো ও ভিডিও শেয়ার করেছেন।

আগস্ট ১৪ একটি ইস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ঘটনা জানান। বেওয়াচ নামে জনপ্রিয় হলিউড টেলিভিশন সিরিয়ারে আদলে একটি ছবিও পোস্ট করেছেন তারা। তারা সেখানে লিখেছেন, ' কী অনুমান? উভয় দম্পতি গর্ভবতী! ওভারল্যাপিং গর্ভাবস্থা অনুভব করার জন্য এবং এই সংবাদটি আপনার সবার সাথে ভাগ করে নিতে আমরা শিহরিত ও কৃতজ্ঞ! আমাদের বাচ্চারা কেবল চাচাত ভাই নয়, পুরো জেনেটিক ভাই-বোন ”।

সূত্র : পূবের কলম


আরো সংবাদ



premium cement