২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে তুলে নেয়া হচ্ছে লকডাউন

যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে তুলে নেয়া হচ্ছে লকডাউন। - ছবি : আলজাজিরা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। তা সত্ত্বেও দেশটির কয়েকটি রাজ্যের গভর্নর শুক্রবার থেকে তাদের অর্থনীতির কিছু অংশ আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসা বন্ধ করা হয়েছিল নিউইয়র্কসহ বেশ কয়েকটি বড় প্রদেশে। এতে করে ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা কমলেও থেমে গেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। দেশটিতে গত পাঁচ সপ্তাহে প্রায় দুই কোটি ৬০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

ওকলাহোমা, আলাস্কা ও জর্জিয়া এই তিন রাজ্যের গভর্নররা ইতোমধ্যে শুক্রবার থেকে মহামারির জন্য দেয়া নিষেধাজ্ঞার কিছুটা তুলে নিতে শুরু করেছেন। এমনকি ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও ইলিনয়েও তুলে নেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমসও এই বিষয়ে একমত পোষণ করেছেন।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প আশা করছেন আবার সব কিছু খুলে দেয়া হলে অর্থনীতির এই বিপর্যয় লাঘব হবে। কিন্তু বিশেষজ্ঞরা তার সাথে দ্বিমত পোষণ করেছে।

এদিকে, টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে কয়েকটি প্রদেশের আবার খোলার পক্ষে মত দেয়া সত্ত্বেও এই সপ্তাহে তিনি বলছেন ভিন্ন কথা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি জর্জিয়ার গভর্নরের সিদ্ধান্তের সাথে একমত নই। তবে এই সময়ে ব্রায়ান কেম্পের যেটি ঠিক মনে হবে সেটি অবশ্যই তার করা উচিত।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় ৪৮৪ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজে স্বাক্ষর করেছেন। তিনি জানিয়েছেন, পিপিই ও মেডিক্যাল সরঞ্জামের অভাব বেশিদিন থাকবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ২৩২ ও মৃত্যুর সংখ্যা ৫২ হাজার ১৯৩ জন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশী অনুপ্রবেশের ইস্যু তুলেও ঝাড়খণ্ডে জিততে পারেনি বিজেপি ‘নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না’ বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার মানুষ যাতে বৈষম্যের শিকার না হয় সেই প্র্যাকটিস আমরা গড়ে তুলতে চাই : তারেক দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি সাটুরিয়ায় তেলের পাম্পে আগুন দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম দুই দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াত আমিরের

সকল