যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২,৭০০ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২০, ১২:৪৪, আপডেট: ২২ এপ্রিল ২০২০, ১৪:৩৫
মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোরভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, বৈশ্বিক এ মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৮ লাখ ছাড়িয়ে গেছে এবং সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে।
ওই ইউনিভার্সিটি আরো জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো প্রায় ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের
ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।