কোয়ারেন্টাইন নয়, ৩ রাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা: ট্রাম্প
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২০, ১১:৩৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেক্টিকাট রাজ্যে কোয়ারেন্টাইন জরুরি নয়বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ রোগের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ওই রাজ্য তিনটিতে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত থেকে শনিবার সরে এসেছেন তিনি।এর পরিবর্তে ওইসব রাজ্যে ‘শক্তিশালীভ্রমণনির্দেশনা’ জারি করার কথা জানান ট্রাম্প।
অন্যদিকে এক টুইট বার্তায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ‘আগামী ১৪ দিনের জন্য অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য’ অনুরোধ জানিয়েছে।
এদিকে হোয়াইট হাউসের টাস্কফোর্স এবং ওই তিন রাজ্যের গভর্নরদের সাথে আলোচনা করেই এ ভ্রমণ নির্দেশনা দেয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন,‘কোনো কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই।’ সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা