২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন

ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও ছুটিতে পাঠানো প্রায় চার হাজার ২০০ কর্মীর পাশাপাশি ‘কর্মী হ্রাসের প্রচেষ্টায়’ কমপক্ষে এক হাজার ৬০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার ইউএসএইড কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলে তা আইনি বাধার মুখে পড়ে।

দেশটির একজন ফেডারেল বিচারক বিদেশী এই সাহায্য সংস্থা বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। কিন্তু শুক্রবার তিনি রায় দিয়েছেন, এই স্থগিতাদেশ স্থায়ী হবে না। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএইডে প্রায় ১০ হাজার কর্মী নিযুক্ত ছিলেন।

রোববার প্রশাসকের কার্যালয় থেকে ইউএসএইড কর্মীদের উদ্দেশ্যে পাঠানো ইমেইলে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা নেতৃত্বের দায়িত্বে রয়েছেন এমন কর্মীদের ছাড় দেয়া হবে। তবে কতজন কর্মী থাকবে তা স্পষ্ট না হলেও ইউএসএইড এর আগে ৬১১ জন কর্মীকে অপরিহার্য বলে মনে করেছিল।

ইমেলটিতে আরো বলা হয়েছে, ইউএসএইড বিদেশি কর্মীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য তহবিল দিতে চায়।

ইউএসএইডের যেসব কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে, তাদের শেষ পর্যন্ত পুনর্নিয়োগ করা হবে নাকি তাদের পদও বাতিল করা হবে তা এখানো স্পষ্ট নয়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
রমজানে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন আফ্রিকার আসক্তিকর ওপিওয়েড সংকটে ইন্ধন দিচ্ছে যে ভারতীয় কোম্পানি মালয়েশিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশী নিহত, অগ্নিদগ্ধ ২ দুই পরিবর্তন নিয়ে বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থাগ্রহণ করবে যুবদল বিদেশে আমাদের বন্ধু থাকবে প্রভু নয় : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে বিডিআর হত্যাকাণ্ড আতিক ও নজরুলসহ রিমান্ডে ৪ জন সাজেক ভ্যালিতে রিসোর্টে আগুন : আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সকল