২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

রাশিয়া-ইউক্রেন সংঘাত ‘এ সপ্তাহে’ শেষ হতে পারে : হোয়াইট হাউস

ক্যারোলিন লিভিট - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট। তিন বছর ধরে চলমান যুদ্ধ এ সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপ্যাক) থেকে ফিরে আসার পর সাউথ লনে লিভিট সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ও তার দল সংঘাতের অবসান ঘটাতে উভয়পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে অত্যন্ত মনোযোগী। প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে আমরা এ সপ্তাহে এটি সম্পন্ন করতে পারব।’

এর আগে, ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি নন’ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক নেতাদের সাথে শান্তি আলোচনায় তাকে বাদ দেয়া উচিত।

লিভিট জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এ সপ্তাহের শেষে একটি চুক্তির জন্য দিন-রাত কাজ করবেন।

এছাড়াও তিনি উল্লেখ করে বলেন, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অপরিশোধিত খনিজসম্পদ ব্যবহারের জন্য ইউক্রেনের সাথে প্রস্তাবিত চুক্তির আলোচনায় জড়িত রয়েছেন।

তিনি বলেন, ‘যখন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের কথা আসে, তখন এটি প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমেরিকান ট্যাক্স ডলার পুনরুদ্ধার করা যাবে।’

লিভিট আরো বলেন, ‘এটি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় জনগণের মধ্যে একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশীদারিত্ব হবে। একইসাথে তারা এ নৃশংস যুদ্ধের পরে তাদের দেশ পুনর্নির্মাণ করতে পারবে।’


আরো সংবাদ



premium cement
সাজেক পর্যটন কেন্দ্রে আগুন : ১৩০টির বেশি রিসোর্ট, কটেজ ও দোকান পুড়ে ছাই তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল ইসলামী সলিডারিটি গেমস ৭-২১ নভেম্বর সাবিনারা আর ফিরবে কি ক্যাম্পে? ডিএমপির সাবেক যুগ্মকমিশনার বিপ্লব কুমারকে সাময়িক বরখাস্ত গাজীপুরে ২ শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে ককটেল হামলা কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার বিএনসিসির বার্ষিক সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন সেনাপ্রধান কুর্স্কের বাসিন্দাদের সরিয়ে নিতে ইউক্রেনের সাথে ‘চুক্তি’ হয়েছে : রাশিয়া প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যা, লন্ডন প্রাবাসীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সকল