২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইউক্রেনকে দেয়া অর্থ ফেরত চান ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা হিসেবে পাঠানো কোটি কোটি ডলারের অর্থ তিনি ফেরত পাওয়ার চেষ্টা করছেন।

যুদ্ধকালীন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন ইউক্রেনকে যে সাহায্য দিয়েছিলেন, তার ক্ষতিপূরণ হিসেবে তিনি যে খনিজ সম্পদ চুক্তি চেয়েছেন, ওয়াশিংটন এবং কিয়েভ সেই চুক্তি নিয়ে আলোচনাকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

ওয়াশিংটনের কাছে কনজারভেটিভ পলিটিক্যাল কনফারেন্স (সিপিএসি)-এ প্রতিনিধিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘আমি টাকা ফেরত পেতে চেষ্টা করছি।’

তিনি বলেছেন, ‘আমি চাই তারা আমাদের কাছ থেকে যত টাকা নিয়েছে, তার বিনিময়ে আমাদের সাথে খনিজ সম্পদ চুক্তি সম্পাদন করুক।’

ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হচ্ছে, ইউক্রেন আমাদের টাকা ফেরত দিতে পারবে না। সেজন্য আমরা চাই তারা আমাদের সাথে চুক্তিতে আসুক। কারণ, পরিস্থিতি ভয়াবহ।’

মাত্র কয়েক ঘন্টা আগে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, মার্কিন চাপ বৃদ্ধি সত্ত্বেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে ‘প্রস্তুত নন।’

ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন যে আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করা গুরুত্বপূর্ণ।’

বিশেষ দূত গত সপ্তাহে কিয়েভ সফরে গিয়েছিলেন।

ইউক্রেন চায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত যেকোনো চুক্তিতে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক। কারণ তারা রাশিয়ার প্রায় তিন বছরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে তীব্র বাকযুদ্ধের মধ্যে দুই দেশের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে কিয়েভ এবং ইউরোপে উদ্বেগ বাড়ছে।

এদিকে কিয়েভ ছাড়াই সৌদি আরবে রাশিয়ান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার একদিন পর গত বুধবার ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ‘স্বৈরশাসক’ হিসেবে অভিহিত করেছেন এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘দ্রুত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন।

কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, ইউক্রেন সঙ্ঘাতের বিষয়ে জাতিসঙ্ঘের একটি প্রস্তাবে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডের কোনো উল্লেখ বাদ দেয়া হয়েছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কিয়েভকে দেয়া সাহায্যের ক্ষতিপূরণ হিসেবে ট্রাস্প ৫০০ বিলিয়ন ডলার মূল্যের দুর্লভ খনিজ সম্পদের দাবি করেছেন, তবে ইউক্রেন তা অস্বীকার করেছে। কারণ, ট্রাম্পের দাবিকৃত অর্থের চেয়ে খনিজ সম্পদের মূল্য অনেক বেশি।

প্রস্তাবিত চুক্তি সম্পর্কে ইউক্রেনীয় সূত্র এএফপিকে জানিয়েছে, ‘গ্যারান্টি বা বিনিয়োগের বিষয়ে চুক্তিতে কোনো আমেরিকান বাধ্যবাধকতা নেই, তাদের সম্পর্কে সবকিছুই খুবই অস্পষ্ট এবং তারা আমাদের কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার আদায় করতে চায়।’

সূত্রটি জানিয়েছে, ‘এটা কী ধরনের অংশীদারিত্ব? আর কেন আমরা তাদের ৫০০ বিলিয়ন ডলার দিতে হবে, এর কোনো উত্তর নেই।’ ইউক্রেন খসড়ায় সংশোধনী আনার প্রস্তাব করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, রুশ আগ্রাসনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে। কিয়েভের মিত্রদের মধ্যে এটিই সবচেয়ে বেশি। তবে ট্রাম্পের দাবিকৃত অর্থের তুলনায় অনেক কম।

সূত্র : এএফপি/বাসস


আরো সংবাদ



premium cement
সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা দুদকের ফেনীতে তুরস্ক রাষ্ট্রদূতের আর্তার্তুক স্কুল পরিদর্শন বাকৃবিতে গবেষণায় বরাদ্দ রয়েছে ১ কোটি ৩১ লক্ষ ২২ হাজার টাকা ইউএসএইডের অর্থায়ন নিয়ে ট্রাম্পের দাবি অস্বাভাবিক! ভারতকে সহজ লক্ষ্য দিলো পাকিস্তান অভিনেতা আজাদ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি সিলেটে ট্রাকচাপায় নিহত ২ নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু মেহেরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কিছু নষ্ট-ভ্রষ্টরা আমার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে : শিরীন

সকল