২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

ইলন মাস্ককে আরো ‘আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের

ইলন মাস্ক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিশ্বের অন্যতম ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে ফেডারেল সরকারকে সংকুচিত করার প্রচেষ্টায় আরো আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানিয়েছেন। গত মাসে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়্ত্বি নেয়ার পর ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নামে একটি নতুন দফতর তৈরি করেন। মাস্ক বর্তমানে এ দফতরটির নেতৃত্বে রয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘ইলন দুর্দান্ত কাজ করছে। কিন্তু আমি তাকে আরো আক্রমণাত্মক দেখতে চাই। যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার। কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে আগের চেয়েও বড় করা।’ মাস্কের ডিওজিই ফেডারেল সংস্থাগুলোতে বিজ্ঞানী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত হাজার হাজার ফেডারেল কর্মীকে বরখাস্ত করেছে। এদের মধ্যে বেশিভাগই প্রবেশনে ছিলেন। সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement