২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

আগামী সপ্তাহে ৫৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই শুরু করবে পেন্টাগন

আগামী সপ্তাহে ৫৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই শুরু করবে পেন্টাগন - ছবি - সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে, তারা আগামী সপ্তাহ থেকে পাঁচ হাজার ৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই শুরু করবে।

কর্মী ও প্রস্তুতিবিষয়ক প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী ড্যারিন সেলনিক বলেন, ‘আমরা আশা করছি প্রাথমিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে প্রায় পাঁচ হাজার ৪০০ প্রবেশনারি কর্মীকে ছাঁটাই করা হবে। এর পরে আমরা নিয়োগ স্থগিত রাখব এবং প্রযোজ্য সমস্ত আইন মেনে আমাদের কর্মী চাহিদা বিশ্লেষণ করব।’

সেলনিক বলেন, ‘আমরা আশা করছি যে দক্ষতা তৈরি করতে এবং প্রেসিডেন্টের অগ্রাধিকার ও বাহিনীর তৎপরতা পুনরুদ্ধারে বিভাগের বেসামরিক কর্মী সংখ্যা পাঁচ থেকে আট শতাংশে কমানো হবে।’

এর আগে, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা দেন যে বিভাগটি প্রবেশনারি কর্মীদের পুনর্মূল্যায়ন করছে।

এছাড়াও তিনি সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন, ২০২৬ অর্থবছরের বাজেটে ৫০ বিলিয়ন ডলারের কাটছাঁট খুঁজে বের করতে, যাতে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভাগের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement