২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ শিক্ষার্থী নিহত - ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ১২ জন শিক্ষার্থী নিহত এবং ২১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।

সাও পাওলো থেকে বার্তাসংস্থা এএফপি শুক্রবার এই খবর জানায়।

বৃহস্পতিবার রাতে রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে অবস্থিত নুপোরাঙ্গা শহরের কাছে একটি মহাসড়কে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাকে ধরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, হত্যা ও ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সবাই ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের ওই অঞ্চলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলো দুর্ঘটনাস্থলের ছবি সম্প্রচার করেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে এই খবর জানাচ্ছি যে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে গেছে।’

পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement